• ঢাকা
  • বুধবার, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে হত্যা ও ডাকাতি মামলায় ১১ আসামির যাবজ্জীবন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:০৯ পিএম;
লক্ষ্মীপুরে হত্যা ও ডাকাতি মামলায় ১১ আসামির যাবজ্জীবন 
লক্ষ্মীপুরে হত্যা ও ডাকাতি মামলায় ১১ আসামির যাবজ্জীবন 

লক্ষ্মীপুরে ২০০৫ সালে ডাকাতি করতে গিয়ে খুন করা হয় মুকবুল নামে এক গৃহকর্তাকে। দীর্ঘ ১৮ বছর পর ওই মামলায় ১১ আসামির যাবজ্জীবন দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেন। এসময় ২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন। .

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। .

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়ের সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হোসেন প্রকাশ পাটওয়ারী আদালতে উপস্থিত ছিলেন। এসময় বেকসুর খালাস দেওয়া হয় লিপি ও নূর নাহারকে। ঘটনার পর থেকেই বাকি আসামিরা পলাতক রয়েছেন। .

আসামিরা হলেন- কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ পাটওয়ারী, বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। .

আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মুকবুল হোসেনের ঘরে একদল ডাকাত হানা দেয়। ওই সময় মুকবুল হোসেন বাঁধা দিলে ডাকাতদল তাকে গুলি করে, এতে তার মৃত্যু হয়। এরপর তার মেয়ে দেলোয়ারা বেগম অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। উক্ত মামলা পুলিশ দীর্ঘ তদন্ত পর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। দীর্ঘ শুনানির পর আজ আদালত এ মামলার ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেন। .

.

ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধি: 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ